কারো মাঝে বেশি ডুবে গেলে সে মানুষ কর্পূর হয়ে যায়।
রাত পোহানোর আগেই বুকের মাঝে তীব্র বিষাদ ছড়িয়ে মিলিয়ে যায় বাতাসে।
তারপর দীর্ঘদিন সে বিষাদ মস্তিষ্ককে খুবলে খেয়ে ফোকলা করে ফেলে।
হৃদয়কে বানিয়ে দেয় শুনশান নিরব শ্মশান।
যেখানে শুধু পোড়া ছাই পরে থাকে, দমকা বাতাশে যে ছাই ছড়িয়ে পরে হৃদপিণ্ড থেকে ফুসফুসে।
সৃষ্টি করে তীব্র সাফোকেশন,
ইনহেলারের পর ইনহেলার ফুরোলেও অক্সিজেনের অভাববোধ কাটে না।