এ কী ঘন কালো রাত নেমে এলো বাংলায় আজ।
আৎকে জেগে উঠছি, ঘুম ঘোরে কানে বাজে শকুনে পায়ের আওয়াজ।
এই বুঝি ঝড়ে গেলো আরেকটি তরতাজা প্রান।
শহরের মোরে মোরে ভেসে আসে বারুদের ঘ্রান।
এই বুঝি চেয়েছিলো জাতি?
জাতির সেবক বলে এতদিন জেনেছি যে যারে।
আমার ভাইরে আজ পাখির মতন সে যে মারে।
কি দোষ ছিলো রে তার? অধিকার চেয়েছিলো তাই?
বাপের রাজ্য তোর? মানুষের কোনো কথা নাই?
বলে দেই শোন হানাদার!
এ রক্ত, এ জীবন ছিলোনা, হবে না আজো বৃথা।
খুনের বদলে খুন, প্রানের বদলে প্রান নিবেই জনতা।
এ জাতি বীরের জাতি, শকুনের আনাগোনা মেনে তারা নেয়নি যে কভু,
আজো এই সংকটে উৎরাবে নিশ্চই, নির্যাতিতেরে আমি শুনেছি যে সাথ দেন প্রভু।
রক্তাভ এ আকাশ- শকুনের আনাগোনা ঘুচাবে জনতা।
তোদের রক্তে লাল হয়ে যাবে রাজপথ, শপথ করেই আমি বলছি সে কথা।