যত দূরে তুমি ঠেলে দাও মোরে, তত কাছে আমি আসি।
মনে হয় যেন যুগে যুগে আমি তোমারেই ভালোবাসি।
তোমারে পাইতে সাত সমুদ্র তের নদী করি পার।
শত অবহেলা, অভিমান ঠেলে ফিরে আসি বার বার।
যত বেশি তুমি পর করো মোরে, তত আমি ভাবি আপনা।
সারা দিন-রাত মগজ জুড়িয়া তোমার নামের যাপনা।

তোমার অভাবে শ্বাসকষ্ট, সম্ভাব্য হার্ট ফেইলর।
তুমি ডাকলেই সতেজ এ প্রান, হৃদয় সেলানো টেইলর।
তুমি হাসলে পাথর হৃদয়ে তীব্র ঝড়েও ফোঁটে ফুল।
তুমি তাকালেই ভুলে যাই আমি তোমার পুরানো সব ভুল।

তোমারে আমি ফেরাতে পারি না যাইকিছু হয়ে যাক না,
একবার হেঁসে ডাকো যদি কাছে ভূলে যাই সব যাতনা।
সব অবহেলা, সব অনিয়ম, সব আঁধারের গল্প,
ভুলে গেছি প্রায়- এখনও মগজে রয়ে গেছে তবু অল্প।

সেই যে সেদিন- খুব অকারণ লোহার খাঁচায় পুরলে,
বুঝিয়া কিছু উঠার আগেই কত অনুযোগ জুরলে।
দীর্ঘ সময় বন্দী জীবন, ছটফটিয়ে মৃত্যু দোরগোড়ায়,
তাও এলে না, যাও বা এলে ছেটাতে লঙ্কা প্রায় শুকানো ঘায়।

তারপরেতে যেদিন তোমার বিদেয় হলো,
আমার হৃদয় খানিক এবার শান্তি পেলো।
কিন্তু এ সুখ ক্ষনিক ভীষণ, তাশেরই ঘর,
অল্প দিনেই তোমার এবার ঘর নড়বড়।
আমার আবার পূনঃবার সেইম অসুখ হলো,
এবার বুঝি সম্বল আমার সবই গেলো।