"কবি সাহেব"
এই একটা ডাক শুনতে চেঁয়ে থেকেছি অজস্র রজনী।
রাত জেগে জেগে চোখের নিচে গড়ে তুলেছি কয়লার খনি।
হৃদয়ে গড়েছি শীলাপাথরের এভারেস্ট।
মস্তিষ্কে গড়েছি কল্পনার নগরী।
শুধু এই একটা ডাক শুনবো বলে নাক কেটেছি বহুবার।
সম্মানকে ধুলোয় মিশিয়ে এগিয়ে গেছি অনিশ্চিত ধু ধু মরুর দিকে।
অনেক মরিচিকা দেখে ভেবেছি জলছত্র।
বারবার ধোকা খেয়েও এগিয়ে গেছি।
শুধু এই একটা ডাকের আশায় কাঁন খাড়া করে বসে থেকেছি হাজার বছর।
এমন কোনো শব্দ বাতাশ বয়ে আনবে না জেনেও করেছি শত বায়না।
শুধু একটা ডাক শুনবো বলে!