একটু ভালোবাসা পাবার লোভে আমি দিনকে দিন লোভী হয়ে উঠছি।
হয়ে উঠছি হিংস্র থেকে হিংস্রতর।
ক্ষুদার্ত কুকুর যেমন লালায়িত জিভ বের করে বিয়েবাড়ির টেবিলের নিচে ঘুরঘুর করে,
আমিও ঘুরে বেড়াচ্ছি শহরের এপাশ থেকে ওপাশ।
ভালোবাসা খুঁজে বেড়াচ্ছি যেমন করে কুকুর খুঁজতে থাকে হাড়ের ভেতর লেগে থাকা মাংসের আস্বাদ।

আহ! আমার লোভ দিনকে দিন এতই বাড়ছে যে তা কারুনের লোভকে ছাড়িয়ে গেছে বহু আগেই।
ভালোবাসা পাবার লোভের অপরাধে আবু লাহাবের মত ধ্বংসের দিকে এগুচ্ছি দিনকে দিন।

হে মহাপৃথিবী, আমাকে ভালোবাসা দাও।
আমাকে ভালোবাসা দাও যাতে আমার পিপাসা দূর হয়।
এক তৃপ্তির ঢেকুরে কাটিয়ে দিতে পারি নিযুত বছর।
এবং আমি হতে পারি আবু বকর (রা.)'র মতন নির্লোভ।
এরপরও ভালোবাসা যদি না পাই হয়ে যেতে পারি প্রদিপে বন্দি সেই জিন
যে তৃতীয় মুক্তির বন্দনার পরে মুক্তিদাতার মৃত্যুদন্ড ঘোষনা করে।
আহ! আমাকে ভালোবাসা দাও এবং জিতে নাও পৃথিবী উলট পালট করে খুঁজে আনা ১০৮ নীল পদ্ম।
জিতে নাও আমাকে এবং লুটে নাও আমার সর্বস্ব।
আমি বিষে নীল হয়ে যাবার আগে আমাকে ভালোবাসা দাও।
হে পৃথিবী আমাকে ভালোবাসা দাও।