আবারও শীতের শেষে বসন্তের আগমনী গান বাজে চারিদিকে,
তবুও আমি একা ঠায় দাঁড়িয়ে দেখতে থাকি কৃষ্ণচুড়া, শুনতে থাকি কোকিলের ডাক।
পাতা ঝড়া গাছের দিকে তাকিয়ে ভাবতে থাকি কিভাবে মানুষ তার পুরাতন স্মৃতি ঝেড়ে ফেলে নতুন কুঁড়ি ফোটায়।
কিভাবে নতুন করে রঙ্গিন হয়ে উঠে জীবন যেভাবে রঙিন হয় কৃষ্ণচুড়ার প্রতিটি শাখা প্রশাখা।
কিভাবে মানুষ আরেকজনের ভালোবাসাকে তাচ্ছিল্য করে ঠেলে ফেলে দেয়, যেমন করে কোকিলের ছানারা  কাকের ডিমগুলো ভেঙে ফেলে।
আমি আরো দেখতে থাকি কিভাবে শীতের রুক্ষতা মুছে দেয় বসন্ত বাতাস, যেভাবে পুরাতন স্মৃতি মুছে দেয় নতুন প্রিয়জন।