কি নিদারুণ অবহেলায় বছরটা শেষ হলো।
শত ডাকাডাকির পরও তুমি বসলে না আমার পাশে।
মুখ ফিরিয়ে থাকলে বরাবরের মতই।
বরাবরের মতই তোমার ভালোবাসার ছিটেফোঁটা আমাকে স্পর্শ করতে পারলো না।
আমার নিদারুণ দুঃখেও তোমার সহানুভূতি পাশ কাটিয়ে চলে গেলো অচিনপুর।
আমি প্রত্যাশা করতে থাকলাম তোমার স্পর্শ।
তুমি আমাকে এক আকাশ অবহেলা হাতে দিয়ে বললে 'সুখে থাকো'।

আমি তোমার কাছাকাছি যেতে চাই রোজ।
শুধু তোমার দেয়া অবহেলাগুলো আমার পথ রোধ করে।
আমার পা আঁকড়ে ধরে তোমার পূর্ব প্রত্যাখান।
আমি চিৎকার করতে চাইলে আমার গলা চেপে ধরে ভালোবাসার অপরাধে তোমার প্রদত্ত ফাঁসির দড়ি।
আমি বহু চেষ্টার পরও তোমার দিকে এগুতে পারি না।
তোমার চোখের বারণে রাখতে পারি না চোখে চোখ।
তোমার হাতের বারণে ছুয়ে দিতে পারি না আঙ্গুল।
শুধু অপেক্ষায় বসে থাকি তোমার প্রত্যাবর্তনের।
জানি আসবে না, তবুও মগজে তোমার আরাধন।
যদিই চলে আসো কোনো এক কুয়াশাভরা ভোরে।
অথবা গৃহত্যাগী কোনো জোসনায়।