তুমি যদি আমাকে ভালোবাসা দাও বা না দাও, তাতে কিছুই আসে যায় না। কারণ তোমার চোখে প্রথমবার দেখেই আমি জীবনের আসল রং দেখতে শিখেছি। তোমার অনুপস্থিতিতেও যেন তোমার উপস্থিতি আমাকে ছুঁয়ে যায়। প্রতিটি নিঃশ্বাসে আমি যেন তোমার স্পর্শ অনুভব করি!

এই তামাম পৃথিবীর ভিড়ে, যেখানে সবাই মুখোশ পরে ঘুরে বেড়ায়, তুমি ছিলে আমার কাছে এক টুকরো সত্য। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি ভাঙব, হ্যাঁ, কিন্তু সেই ভাঙা টুকরোগুলো আবার জোড়া লাগবে, আরও শক্তিশালী হয়ে। কারণ তুমি আমাকে শিখিয়ে দিয়েছো- আলো না থাকলে কীভাবে অন্ধকারে পথ খুঁজে নিতে হয়!

তুমি যদি আমাকে অবহেলা করো, তবে আমি সেই অবহেলাকেও নিজের মতো ভালোবাসতে শিখবো। কারণ তুমিই তো আমার ভেতরের প্রতিধ্বনি। তুমি না থাকলেও আমি জানি, আমার হৃদয়ের প্রতিটি ধুকপুক তোমার নামেই বাজে!  

যদি কখনো তোমার প্রেমের অযোগ্য হয়ে পড়ি, তবু আমি সুখী। কারণ তুমিই তো আমাকে শিখিয়েছো, কীভাবে নিজের মনের গভীরতা ছুঁয়ে যেতে হয়। আর যদি আমাকে একা রেখে চলে যাও, জানবে, আমি সেই পাখি, যে আকাশ হারালেও উড়তে জানে!