এ শহরে নিসঙ্গতার চেয়ে আর কোনো সুন্দরী প্রেমিকা নেই,
এ শহরের ভিড়ে, ব্যস্ততার কর্কশ শব্দে,
সে একমাত্র সঙ্গী- সুন্দরী, নির্জন এবং চিরন্তন!
তার চোখে যেন অগণিত অশ্রুর গল্প,
তার নিঃশ্বাসে জড়ানো একাকীত্বের সুর!

রাতের অন্ধকারে সে এসে বসে জানালার পাশে,
নীরবতার চাদরে জড়িয়ে রাখে বুকের ভাঙা শব্দ!
আলোর প্রতিশ্রুতি তাকে ছুঁতে পারে না,
সে আঁধারের সঙ্গেই খুঁজে নেয় তার চিরকালীন ঠিকানা!

তবু তার উপস্থিতি সঙ্গ দেয় ক্লান্ত হৃদয়কে,
তার নীরবতা ভাঙে না, তবু কথা বলে!
এ শহরের দেয়ালে-দেয়ালে সে লিখে যায়,
হারিয়ে যাওয়া স্বপ্ন আর অচেনা অভিমানের কবিতা!