তোমার চোখের নেশায় কাঁপছে আমার হৃদয়  
তোমার হাসির আভায় মুছে যায় আমার সব ক্লান্তি,
তোমার স্পর্শের গানে জেগে ওঠে জীবনের রঙ  
তোমার সান্নিধ্যে হারিয়ে যায় সমস্ত অন্ধকার।