রক্তজবা হয়ে ফিরে আসুক
বেদনায় ভরা মন,
অভিশাপে-অভিলাষে জীবন হোক
এক পরিচিত পথের ক্ষণ!
যুদ্ধ জয়ের গল্প নয়
এখানে হারই আসল সত্য,
স্বপ্নগুলো পোড়ায় আগুনে
আশার দেয়াল ধসে পড়ে ক্ষত!
চেনা মুখেও অচেনা হাসি
চেনা কণ্ঠেও জমা হয় ব্যাথা,
বিশ্বাস গুলো টুকরো হয়ে
নির্বাক হয়ে পড়ে কথা!
তবু চলতে হয়, হাঁটতে হয়
এই কাঁটাময় পথে,
কারণ জীবন থেমে থাকে না
বুকভরা দুঃখের রথে!