জীবনের বইয়ে, আমাদের অধ্যায় এখনও শেষ হয়নি!
একদিন, আমাদের আবার দেখা হবে!
চোখে চোখ রেখে, এক তীক্ষ্ণ দৃষ্টিতে
ঝলসে যাবে দুনিয়ার সমস্ত মোহ!
বিরহের প্রাঙ্গণে, অবাক হয়ে
মনের বৃষ্টি হয়ে ঝরবে সব অনুভূতি!
জমে থাকা অভিমানের দুয়ারে
নীরব দুঃখের প্রলেপ ধীরে ধীরে মুছে যাবে!
যেখানে প্রেম আর দুঃখের শেষ বলতে কিছু নেই!