কতটা হারায়, কতটা মিশে যায়  
কী তীব্র আঘাতে,
যা বন্দি করে দেয়ালের ওপারে
প্রশ্ন তোলে, উত্তর নেই!

যাকে আঁকড়ে ধরেছিলো আহত হৃদয়,  
সে এখন যেন নীরব ছায়া,  
অস্পষ্ট-অচেনা
প্রতিদানের খাঁচায় ঝুলেই আছে
তোমার স্বপ্নের ছিন্নমূল ছায়া!

তুমি চুপচাপ তাকিয়ে আছো
ঘুমের কূল নেই বহু রাত,
তবু চাও না কিছুই আর
ফিরে পাওয়ার স্বপ্ন গিয়েছে মুছে!

কল্পনার শহরে আমি বন্দী
কেনো মিলছে আজ অবহেলা!