নিজেকে যে যোগ্য ভাবে
অযোগ্যতার বীজ বুনে,  
অন্যের দৃষ্টিতেই যোগ্যতার ছবি  
তবেই নিজের পূর্ণজনে।  

নিজের পথে হাঁটতে গেলে,  
বাড়ুক জ্ঞান আর নীরব ধ্যান,  
চাওয়ার সাথে পাওয়ার ফাঁকে  
থাকুক আত্মোন্নয়নের জ্ঞান।  

চাই না অহংকারের বাঁধনে,  
বাঁধুক এ মন অভিমানে,  
সত্যিকারের উন্নতির শিখরে  
গড়ুক পথ স্নিগ্ধ গুণমানে।  

নিজের সীমা খুঁজে পেতে  
নতুন দ্বার করো খোলা,  
অযাচিত আচরণ নয়,  
সত্য হোক জীবনের দোলা।