নগরের কোলাহলে ফুটেছে যে লোটাস,
ধুলোমাখা পথে তারই রঙিন প্রতিভাস।
স্মৃতির শহরে সে, একা একা খেলে,
নীরবতায় হাসে, অব্যক্তে মেলে।
লোটাসের পাপড়িতে ফুটে উঠুক আলো,
শহরের শোণিতে বাজুক তারই তাল।
নগরের বুকে সে, অমলিন সুরে,
চিরজাগরুক হোক, স্বপ্নের ঘ্রাণ ভরে।