টেলিস্কোপ দিয়ে চাঁদ খুঁজতে গিয়ে তোমাকে পেলাম,
অনিম আকাশের মেঘলা আকাশ খুঁজতে গিয়ে শিলাবৃষ্টি দেখা পেলাম,
বসন্তের বিবরণ খুঁজতে গিয়ে পেলাম শীতলতা,
যে শীতলতায় গ্রীষ্মের অশ্রুও গলে যায়,
আর হেমন্তের কাঠফাটা রোদেও মনে পড়ে-
তোমার সেই শীতল ছোঁয়া,
যা সব ঋতুকে করে নীরবে একমনে একাকার।