আমার জমানো পড়ার ফাঁকে
তোমার জন্য জমেছিলো জমানো প্রেম!
শব্দেরা গুটিয়ে বসে,
চুপচাপ শুনছিলো হৃদয়ের কম্পিত লহর!
খাতায় লিখা কালো অক্ষরের ভিড়ে
তোমার হাসি যেন এক আলোর রেখা,
বইয়ের পাতায়ও
তোমার ছোঁয়া খুঁজে পেতো আঙুল!
তুমি জানো না
আমার পড়ার টেবিলের কোণে
তোমার নামের খসড়া তৈরি হতো!
তোমার ছায়া ছুঁয়ে যেতো
প্রতিটি পৃষ্ঠা উল্টানোর সময়!
জমানো প্রেম জমে উঠেছে তোমার জন্য
বইয়ের মলাটে, প্রার্থনার শব্দে,
তুমি শুধু জানো না
এই প্রেম তোমারই জন্য লেখা!