নির্ভীক আমি, ভীতুর ভয়ে নেই ভয়,
তোমরা তবু কেন দেখাও ভয়ের ক্ষয়।
অন্যায় দেখে নীরব কেন থাকো চুপ,
তোমাদের সেই ভীরুতা ছিঁড়ে দেবো হুপ।
সত্যের পথে সাহস খোঁজে যেই মন,
তোমরা কেন পিছিয়ে যাও, নাও যে ভিন্ন পথের ধ্বন?
আমাদের আগ্রাসী রোশ, জ্বালাবে তোমাদের শিরে,
ভীরুদের গড়ব পতন, সত্য উঠবে শিরে।
কাপুরুষের মতো পালাও, শোনো আমার আহ্বান,
আমরা রুখে দাঁড়াবো, নই ভীতুর প্রমাণ।
ভীতু হৃদয় রেখে, চলে যাও দূরে,
প্রতিবাদের ঝড় আসবে, তোমাদের ভেঙে চুরে।
ভয় পেয়ে থামবে না, অন্যায়ের জবাব,
আমাদের সত্ত্বা, ন্যায়কে দেবে শক্তির খায়াব।
তোমাদের ভীরুতা দেখ, সত্য হবে জয়,
আমরা করবো সংগ্রাম, থামবে না লড়াই।