দূরের আলোয় চায়ের দোকানে
গল্প আসরে মত্ত মানুষে,  
জীবনের হিসাব-কেতাব মেলানো
কিংবা চায়ের কাপে ঠোঁট ভেজানো।  
এদিকে নিকট অন্ধকারে,আচ্ছন্ন আমি!

স্মৃতিরা মনে করিয়ে দেয়
একা থাকারও আছে এক আলাদা রূপ,  
যেখানে নির্জনতায় দেখা মেলে নিজের ছায়ার।

তবুও, দূরের আলোয় যারা হাসে
তাদের জীবনের মেলানো সমীকরণ,
আমাকে ডাকে আবার
আলোর পথে, জীবনের স্রোতে মিশতে।  

কিন্তু আমি এখনও আচ্ছন্ন
নিকটের এই অন্ধকারে,  
খুঁজে চলেছি সেই হারানো দিন,  
যেখানে দূরের আলো হয়তো ছিল না
কিন্তু আমার জীবন ছিল সম্পূর্ণ।