মানব সভ্যতা শিখিয়েছে,
চুমু হবে বন্দুকের গুলির চেয়েও ক্ষিপ্র!
যুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে যেখানে মানুষ গুলি চালায়,
সেখানেই ভালোবাসার ঠোঁট
চালাবে এক নিঃশব্দ বিপ্লব!
যে হাত বন্দুকের নল চাপে,
সেই হাত ভালোবাসা পেলে থমকে যাবে!
যে চোখ শত্রু খোঁজে,
সেই চোখ ভালোবাসার আলোয় ঝলসে যাবে!
তোমার চুমু শুধু ভালোবাসা নয়,
এটা এক যুদ্ধঘোষণা-
অস্ত্রের বিরুদ্ধে,
ঘৃণার বিরুদ্ধে,
যে সভ্যতা শুধুই ধ্বংস শেখায় তার বিরুদ্ধে!
গোলাবারুদের আগুনে পোড়ার দিন শেষ!
আজ পৃথিবী দেখবে
চুমুর ক্ষিপ্রতায় লেখা
এক নতুন মানবসভ্যতার গল্প!