আমারো প্রশ্ন ছিল,
অন্ধকার-কলরবে নিঝুম সেই রাত
গভীর থেকে গভীরতর,
প্রান্তিক ওই জ্ঞান নিয়ে…
আমারো প্রশ্ন ছিল
পৃথিবীর যত রূপসী আছে তাদের,
তাদেরও ঈর্ষা নিয়ে…
তোমার সুমুখে সেই সদ্যজাগ্রত
ট্রেন কোনোদিন থামেনি কেন,
আরো না জানি কতশত জিজ্ঞাসা নিয়ে
আমারো প্রশ্ন জেগেছিল সেরাতে নিস্পলক;
শুধু রাত বেড়েছে আরো
বেলানগর স্টেশনে।