রেখার আড়ালে মুখ নেই,
কালো দাগে লুকানো ভাষা।
ঘন কালির স্রোত,
পড়ে থাকা জমিনের ভাঁজ।

শূন্য চোখে কিছু দেখিনি,
তবু সবকিছু যেন স্পষ্ট।
অস্তিত্বের ক্ষত,
যেন রঙের চিৎকার।

মুখহীন দেহের নিচে,
ছায়ার নীরবতা।
সবই বোঝা যায়,
কিছুই বোঝা যায় না।