১.খড়ি মাটিতে বীজ না বুনে কপালে টুকেছি,
অতঃপর আমি গরুড়াসনে নিমগ্ন।
২. নষ্ট হওয়া রঙ তুলি গুলি ঘরের এককোণে,নিজেই আত্ম কাহিনী লিখছে,দ্বিমাত্রিকতা ছাড়িয়ে পঞ্চ মাত্রিক; ছবি আঁকার সময় হলে কেউ হয়তো মিস কল দিবে।
৩. শিম গাছের নেতিয়ে পরা
ডগাটির দুটি পাতা এখনো
একটি মাচার অপেক্ষায় আছে
কখন সে উঠে ছড়িয়ে পড়বে।
৪. সুকতির বুকে ফানুস বাতির আলো
রেইন ট্রির ডালে বসে হংস মিথুন,
খড়ের গাদায় তাদের ছায়া
প্রবারণায় হংসমিথুন আকাশ
উড়বে, ফানুসে র খোঁজে।