একটা সময় আসে,
সব হারানোর সময়।
প্রিয় অপ্রিয় কোনটাই আর বাকি থাকেনা,
চাওয়া পাওয়া অজান্তে শেষ।
বুকের হাহাকারটা বক্ষখাচাতেই বিলীন,
চোখের নোনা জল গড়িয়ে পড়ে কিন্তু বালিশ ভেজেনা।
আটকে রাখার, কাছে রাখার রেশটুকু নাগপাশ হয়ে গলায় জড়িয়ে দম আটকায়।
নিজের দোষ খুঁজতে খুঁজতে রাত ভোর হয়;
যদি এটা করতাম, এটা না করতাম!!
বড্ড দেরী হয়ে গেছে।
বুকের পাথরটা না সরালে মৃত্যুও প্রবেশ করবেনা।
এত কিছুর মাঝে চাপা পড়ে থাকে কোমল স্মৃতি,
হারাতে হারাতে সব হারানোর ভয়টাও কোথায় হারিয়ে যায়।।