নিজের সাথে নিজের দ্বন্দ্ব
পরের সাথে ঘরের খেলা।
উত্তর দূরে থাক --- আগে হোক প্রশ্নের খোঁজ।
হাহাকার চারিদিকে
শ্রান্ত জীবনের সন্ধান ক্লান্ত চোখে।
কেউ নেই।
তুমি একা এসেছিলে,তুমি একাই থাকবে।
এর মাঝেই বেঁচে থাকার চেষ্টা,
প্রেমের অন্ধকারে ভালোবাসার তেষ্টা।
তুমি আকন্ঠ পান করো প্রাণের সুধা,
ভাগ দিও না ----- কাউকে ভাগ দিও না।
আগলে রাখো,
লুকিয়ে রাখো দু চোখের পাতায়।
জোর কোরোনা,
জোর করে হয়না।
কেবল ভরসা রাখো,বিশ্বাস রাখো
সময় আসবে,তুমিও হাসবে।