ভাবনা যে ভাই ভাবে বড়ো
ভাবনা তোমায় ছাড়বে না।
ভাবনা ঘরে ঢুকলে পড়ে
বের হতে আর পারবে না।
ভাবনারা যে ভীষণ অতি
দিবা রাত্রি ঘোরায় মতি,
পড়লে পড়ে তার ফাঁদে তে
না কাঁদিয়ে ছাড়বে না।
ভাবনা নদী জোয়ার ভাটা
মনের ঘরে জাবর কাটা,
স্থির হয়ে না থাকলে পরে
ভাসতে উপর পারবে না।
আসবে যাবে ঘুরে ফিরে
দাঁড়িয়ে থেকো নদীর চড়ে,
নজর করে না দেখিলে
রাখতে ধরে পারবে না।