তোরা মারলি তোরা মরলি
ওরে ভাই মোর কেন করলি?
হিন্দু মরেনি ভাই, নয় যবন মৃত
মানুষ মরেছে দেখ করি উদ্ধৃত।
ধর্মের নামে কর্ম ছাড়লি তোরা
নল বন্দুক লাঠি বঁটি ছোড়া।
তোরা বুঝিস নি কো ভাই?
কোন ধর্মে বিভেদ নাই!
ধর্মের নামে অধর্ম করিস
নিজের ভাইকে নিজেই মারিস?
এ কেমন ধর্ম ভাই?
কই? এমন তো লেখা নাই।
দেখ চেয়ে ভাই আপন মরেছে
অন্য কিছু তোর ঘাড়েতে চেপেছে।
নামা নামা নামা তাড়াতাড়ি নামা
বিভেদ সর্প দিয়েছে যে হামা।
মিথ্যে গুনিন সেজে এসেছে যে
ঝাড়ফুঁক করে বিষ ভরেছে সে।
তোরাও অবুঝ ফাঁদ পায়ে নিলি?
শুনলি নে কিছু ফাঁসি দিয়ে দিলি!!
ওরে সত্য কর রে ভাই
সত্যকে ধরা চাই।
ধর্ম আছে ধর্ম থাকবে
মানুষ ধরেই মানুষ বাঁচবে।
সবার উপরে মানুষ সত্য
সোজা কথা এই নয়কো তত্ত্ব।
যেখানেই যাবি সেখানেই পাবি
অংশু বলেই যায়।
মানুষের বড় নাই।