অনন্য বিহ্বলতায় উম্মুক্ত কলরব ক্রান্তি
জীর্ণ শতাব্দীর ছলনায় শির্ণ ক্লান্ত জীবন,
মহাপ্রনের আহ্বানে উদিত সিক্ত প্রশান্তি,
ধির মৃদু পদে অধিষ্ঠিত নির্বাক ভীরু সমন।
স্বপ্নদিপ স্বস্পদি উদ্যত বিলগ্ন আবাহনী,
গহীন অন্তরীণ শূন্যতায় মুক্তির গভীরতা,
নিক্ষিপ্ত রোদনে মূক অম্লান সম বন্ধনী,
উদাত্ত কণ্ঠে সময়ের নির্মম বলি সিক্ততা।
আশার অবগাহনে স্নিগ্ধ সকাল পরাশর,
জলকেলি নিভু সমাচার রবি আবাহন;
প্রভাত ফেরীর আমি তো বাণী চরাচর,
অশান্ত মনে বিশ্ব মাঝে একাকী বিচরণ।
উষার আলোকে জেগে ওঠে নব শর্বরী
নব আশার বুকে জাগে চেতনার মঞ্জরী।