বুক ভরা ব্যথা তবু হাসিমুখে থাকছ
জল পড়া চোখ দিয়ে রোজ ভাত মাখছ।
শান দেওয়া ছুঁচ কথা দুইকানে ভরছ
বার বার পরাজিত,তবু তুমি লড়ছ।
চোখে বারি ছল ছল, দেখানোতা যাবেনা
বুক যাক ফেটে তবু মুখে বলা যাবেনা।
চুপচাপ যত বোঝা কাঁধে তুলে হাঁটছ,
আসলেতে তুমি মৃত,তবু তুমি বাঁচছ।
ততদিন ভালো তুমি যতদিন দরকার
দাঁতে দাঁত দিয়ে চাপো বুকফাটা হাহাকার।
মান অভিমান জেনো তোমারতো সাজেনা
তুমি শুধু দিয়ে যাবে,কোনদিকে চাবেনা।
দাম পাবে ততদিন যতদিন খাটছ
জোগানটা এনে দাও,তাই খেতে পাচ্ছ।
কড়ি কানা দাম নেই,তুমি যেটা বল তার
আছো তুমি, গেছ তুমি,কিবা এসে যায় কার।
দিনশেষে খেটেখুটে ঘরে যেটা আনবে
সেইটাতে সকলের মন পড়ে জানবে।
তুমি হলে হেলে গরু, জোয়ানটা বইবে
পাঁচনের যত মার,মুখবুজে সইবে।
দায়ভার তোমারিতো,সত্যিটা মেনে নাও
দিন শেষে তুমি দোষী,এই কথা মেনে নাও।
তবু তুমি অতি বাজে,কোনো কাজ পারোনা
তুমি নাকি ছিনে জোঁক,মাথা খেতে ছাড়োনা।
পথে থাকা কাঁটা তুমি,কবে তুমি সরবে
সবে মিলে চেয়ে থাকে,এই বুঝি মরবে।