তোমার দীর্ঘশ্বাসে আগমনীর প্রতিশ্রুতি
তোমার হাসিতে দাবানলের ছায়া,
উদ্যত তোমার হাতে জীবনের অভিশ্রুতি
মৃত্যুর কোলে নব দিগন্তের মায়া।
তোমার আনন্দে তুমি আছো বেশ
খুশির হাওয়া বেঠিক,
সাহারার প্রান্তরে হাঁটব আমি
সকালের জীবন্ত পথিক।
তুমি এলে মুঠো করব দুই হাত
মুখে থাকবে ইনকিলাবের কথা
তোমার সাথে চলবো দুই মাইল
মুখে বলব বেঁচে থাকবার কথা।
তোমার সাথেই সমুদ্রের ফেনা তুলব
বিলিয়ে দেব নোনা স্বাদ জিভে
না বলা সব কথা গুলো আজ বাঁচুক
ধিকি ধিকি সব আগুন জ্বলবে নিভে।