তোমার আকাশ তোমার বাতাস
জলবিন্দু তোমার।
আমার মৃত্যু আমার ই থাক
সময় হোয়েছে থামার।