শব্দ ছিল টাপুর টুপুর,
ঠিক যেন সেতারে আঙ্গুল পড়েছিল তার,
অজানা বেদনা গুলো সুর হয়ে ভেসে যাচ্ছিল শূন্যে
মিলনের আশা কাতর করেছিল তাকে।
অনেকটা বিরহী বেহাগের কলতানের মতন ছিল সুর;
আস্তে আস্তে বিলম্বিত লয় এ বইছিল নদী;
গভীর থেকে গভীরতর হচ্ছিল আবেগ
হয়তো ডুবে যাবার ইচ্ছে ছিল তার।
এখন সময় অনেকটা এগিয়ে গেছে,
ফিকে হয়ে উঠেছে নতুন আব্দারগুলো,
দিন কেটে যাচ্ছে এখন দিনের মতন,
তারা দেখতে গিয়ে চাঁদ গেছে হারিয়ে
শূন্য আকাশ আজ তাই মরুদ্যান।।