আমরা স্বপ্ন দেখি।
কালামের বলা পথে দেখি।
জেগে থাকি অষ্টপ্রহর।
দেশ এগোনোর বিশ্বাসে বিভোর।
আমরা বিবেকদা কে মানি।
হৃদয়ে আগুন লাগাতে জানি।
ঘুণ পচা যত মিথ্যাকে করি ছাই।
মোরা সত্য পূজারি ভাই।
ঢালিনাকো দুধ পাথর বেদিতে
পিনাক কে পাই মানুষ মাঝেতে।
ভুল খোঁজে যারা পাইনাকো তারা
পেয়েছি! দেখেছি! যাবে নাকো ছাড়া।
আমরা রুদ্র দমন তাই।
আনন্দ গান গাই।
পরের দুখেতে বাক্যি ঝাড়িনা
দুঃখকে দূরে তাড়াতে ছাড়িনা।
কাজ করি মোরা কর্মি হয়েছি।
ভারতের রং বুকেতে মেখেছি।
ভয় ডর কিছু নাই।
সত্য চিনেছি।
তাণ্ডব করি, মোরা বৈরাগী
প্রেমের পূজারি তাই।
মানুষ হয়েছি ভাই।
স্বপ্ন দেখাবো আয়।
মানুষ হবি আয়।