অগভীর নীল জলের অলিন্দে সে খেলছিল
বিরামহীন, উদ্বেগহীন।
আলোর জোছনায় অন্ধকারের প্রদীপ জ্বলছিল,
দীপ দীপ - নিভু নিভু;
হিমেল হাওয়া চামড়া ভেদ করলেও মন কাড়েনি‌‍‌‌।
অনেকটা গভীর হলে কী ক্ষতের দাগ মিলিয়ে যায়?
বেহাগের সুর থেমে গিয়ে পড়ে আছে ভাঙ্গা বেহালা,
সে তার দোষ জানতে পারেনি....