দাবানলের হাতটা আজ বড্ড ঠান্ডা,
কাস্তের ধার পড়ে গেছে।
মুঠো করা হাত টা কখন যেন আলগা হয়ে যায়।
টের পায়না কেউ;
অলক্ষে ছড়ি ঘুরতেই থাকে।
একদল স্বপ্ন ভাঙার দুঃখে হতাশ
কেউ আবার বুকের চাপা আশাকে হত্যা করছে।
অনেক কিছুই হয়
অনেক কিছুই হবে।
সময়ের কিছু এসে যায়না....