বাংলা খুব কঠিন
ও কাকা! বাংলা খুব কঠিন।
পৌষ মাসেতে খাব পিঠে
খেজুর গুড়ের টিন,
ও চাচা, বাংলা খুব কঠিন।
বাংলা খুব জটিল
ও পিসি,বাংলা খুব জটিল।
পেটে খাবার থাকলে জেনো
সইবে পিঠে কিল,
ও ফুফু, বাংলা খুব জটিল।
বাংলা কেমন ধারা
ও দীদা, বাংলা কেমন ধারা।
মেড়ার ওপর মাটি দিয়ে
পুজোর ঠাকুর গড়া,
ও নানী, বাংলা কেমন ধারা।
বাংলা কাদের বটে
ও বাবা, বাংলা কাদের বটে?
হাসে কাঁদে দিনে রাতে
বাংলা হৃদের ঘটে,
ও আব্বা,বাংলা তাদের বটে
হ্যাঁ জেনো বাংলা সবার বটে।