দাঁত খেচানো বাঁদরগুলো বড্ড বেশি জ্বালায়
সিংহ বলেন"ভাল্লাগেনা। রাজ্য ছেড়েই পালাই।
আমি হলাম বনের রাজা,যা খুশি তাই করি
দুলিয়ে কেশর,জমিয়ে আসর,গাধার পিঠে চড়ি।
মন চাইলেই কামড় বসাই,চাইলেবা দি ছেড়ে,
আমায় কিনা প্রশ্ন করে?কেমন বাঁদর এ রে?
মহা সুখে কাটছিল দিন, ঘুরিয়ে শাসন ছড়ি
আমার ভয়ে কাঁপত সবাই,ছুটতো পড়িমরি!
হালুম বলে যেই না আমি হাঁকটি দিতাম পেড়ে
লেজ গুটিয়ে বলতো সবাই"আমায় ছেড়ে দে রে!"

হঠাৎ জানি কোত্থেকে সব বাঁদরগুলো এলো
দিন রাত্তির চিল চিৎকার,জ্বালিয়ে মোকে খেলো।
বাপরে ও বাপ! কী বদমাস!ভয় ডর নেই কিছু
আমায় কিনা করছে হেও,লাগছে আমার পিছু!
কান টানছে,টানছে গো লেজ, মারছে পিঠে চাপড়
বলছে রাজা, প্রাণটা বাঁচা,খুলবো কাছাড় কাপড়।"