সংগ্রামী যত হাতিয়ার
যত মূর্ছানো ফুল পাতা।
কবিতায় আগুন লেগেছে।
পদ্ম পাতার জলের মতন ঝরে গেল প্রাণ
তবুও যুদ্ধ থামেনি,তবুও কান্না আসেনি।
হিংস্র জিহ্বা আজ লোলুপ হয়ে আছে,
গোগ্রসী খিদে তার মেটেনি তো এখনো।
জীর্ণ অগোছালো কাব্যের হালখাতা
দমড়ানো পড়ে ওই সাদা কালির দোয়াত।
টেনে চাম উপড়ে নেবার মহীয়সি আকাঙ্খা
দাদামা বেজে উঠেছে শান্তিপ্রিয় হিংসার।