হল্লারাজার সমন জারি স্বপ্ন দেখা বারণ
বললে কথা মানতে হবে, জিজ্ঞেসো না কারণ।
মুখে এখন কুলুপ লাগাও রাজার আদেশ বটে
বিবেক দিয়ে বিচার করা চলবে না তো মোটে।
রাজা যাহা বলবে তাহাই আইন-কানুন জেনো
টুঁ শব্দ করবে না কেউ, চুপটি করে মেনো।
থাকো সবাই মুখটি বুজে,বন্ধ রাখো চোক
চলছে যেমন চলবে তেমন,বেদ বাক্কি হোক।
রাজা যদি হঠাৎ বলেন সুয্যি ডোবে পুবে
যাচাই করে দেখবেনা কেউ,মানতে সবে হবে।
আধপেটাতেই আসল মজা,রাজা বলেন মোদের
রাজার বাণী যে না মানে, গর্দান যাক তাদের।
কাঁচের ঘরে বসেন রাজা,সবার বিচার করেন
কথার খেলাপ হলে পরেই টিপ্পে টুঁটি ধরেন।
দয়াল রাজা সময় মতন খাজনাটি নেন বুজে
একটি আনা কম পড়লেই পেয়াদা ধরে খুঁজে।
থাকেন তিনি সাতমহলে,চোব্ব চোষ্য পেয়
তোমার পাতে নুন পান্তা,হাসিমুখে খেয়ো।
বাঁচলো কে আর মরলো কেবা,নেইকো রাজার খেয়াল
ভান্ডার তার নিত্তি বাড়ে,সোনার ইটের দেয়াল।
রাজা মোদের মহৎ অতি,দুঃখ সবার বোঝেন
তেলা মাথায় তেল দিতে তাই সময় পেলেই ছোটেন।
কুঁড়ে ঘরের চাল জোটেনা,ভাত জোটেনা মুখে
রাজার তাতে কি আসে যায়? আছেন তিনি সুখে।
তবু বলি রাজা রে তুই
মন দিয়ে খুব শোন।
সবকিছু তুই বাঁধতে পারিস
বাঁধবি কেমন মন?
একদিন তোর দিন আসবে
বিচার সেদিন হবে।
গণ্ডা কড়ায় হিসেবে নিকেষ
মিলিয়ে নেব সবে।
চোখ খুলবে,মুখ খুলবে
ভয় হবে সব দূর,
নেংটো রাজার কাড়বো গদি
প্রসাদ হবে চূড়।
হিঁচড়ে টেনে মাটির পরে
ফেলবো তুলে আছাড়
সময় হলেই ঠিক একদিন
করবো রাজার বিচার।।