চোখের জলের সাথে গায়ের ঘাম এক হয়ে গেছে
কপালের লেখা মিশেছে গামছার চাদরে,
হাতুড়ি পেটানোর দীর্ঘশ্বাস সামুদ্রিক ঝড় তুলুক;
পেটের ক্ষিধে হোক সর্বগ্রাসী।
ভালো মন্দ পাপ পূণ্য উনুনে জ্বলুক
হলাহল বিষ পান্তভাতে মেখে হোক ভূরিভোজ।।