ঠিক যেন পাতার মতন;
কচি সবুজ থেকে ধীরে ধীরে শীতের দিকে এগোচ্ছে।
অল্প লাগে ঠিকই
তাতেও যেন টান পড়ছে এবার।
শিরা উপশিরা ক্লান্ত দিন দিন,
সেই কবে থেকে শুরু।
ক্ষয়ীষ্নুতার মধ্যেও একটা আনন্দ আছে,
পূর্ণতার।
দিন দিন অবসাদের বাষ্পমোচন ভাল লাগেনা আর।
কোমল সুর্যের প্রথম আবির থেকে অমানিশার তুফান;
অনেক তো হোলো
ঝড়ে পড়লেই বা ক্ষতি কী।।