পারিব না কথাটিও বলা দরকার
সবকিছু মুখ বুজে মানা দরকার?
চোখে দেখো ;বোঝো সব, তবু চুপ থাকো !
দিনে দিনে পচে মরো মানে লাগে না কো?
মান হুঁশ নেই নাকি?
মানুষ কি নও?
অনাচার ,অবিচার, তুমি চুপ রও!!
কেড়ে নিল চুষে নিল গরিবের প্রাণ
তবু তুমি বসে থাকো! তুমি কি পাষাণ?
দুই চোখ বুজে রেখে কানা সেজে চলো
একটুও লজ্জা নেই? ভেবে দেখি বলো।
একবার সাদাটাকে সাদা বলো দেখি
নিজেকে লুকিয়ে রেখে সেজো নাকো মেকি।
গলা খোলো, হাত তোলো ,ভয় যাক দূরে,
সত্যকে খুঁজে আনো মাটি খুঁড়ে খুঁড়ে।
হাঁক ছেড়ে মুঠি করো
দ্বিধা হোক দূর,
পরিবনা রব তুলে বাঁধা হোক সুর।
মানবনা;পারবনা;বলা দরকার
পচাগলা যতকিছু হোক ছারখার।
পারবনা মানতে মিছে যত কথা
দূর হোক দূর হোক অপমান ব্যথা।