তোমার কর্মের খাতা সিকেয় তোলা আছে
তোমার অজান্তে লেখা হচ্ছে।
একদিন আসবে, সে খাতা নামবে।
আজ হোক, কাল হোক নামবে।
নামবেই সে খাতা।
তখন বসবে হিসাব করতে।
কত নিয়েছ, কত দিয়েছ।
সব হিসাব হবে।
কড়াই গণ্ডায় মিলিয়ে দিতে পারবে তো বন্ধু?
পারবে বন্ধু চোখের জলের হিসাব দিতে?
তোমার স্বার্থের জন্য যার মন তুমি ফালি ফালি করেছ
তার চোখের জলের দাম দিতে পারবে তো?
এখন তো কত কিছু করছো অহংকারের জোরে
দিনের শেষে চোখে চোখ রাখতে পারবে তো?