মুখ ফুটে কথা বলা
সে তো বড় মুশকিল
চেপে রাখা বড় দায়
মেগজেতে কিলবিল।
সোজা কথা সোজা ভাবে
যদি কেউ বলে দেয়
সেই ভয় চোখ লাল
জিভ টেনে ছিড়ে নেয়।
ভুলকে বোলোনা ভুল
কবে আর শিখবে?
মুখোশটা খুলে গেলে
জারি জুরি টিকবে?
নেংটো হোক না রাজা
কিবা তাতে এসে যায়?
নিজে আছি রসে বসে
এর বেশি কিবা চায়।
মাঝে মাঝে চোখ খোলে
মিটি মিটি করে চায়,
তারপরে গুটি গুটি
মাথা গুঁজে কাজে যাই।
মুখে বলি ধুত্তেরি
যত সব ফালতু!
আসলেতে নিজে জানি
আমি পাখি পালতু।
দানে পাওয়া দানা খেয়ে
দিনে দিনে ফুলছি,
ডানা কাটা থাক তবু
মন সুখে দুলছি।