দিনের মাঝে এসে পড়া ঝরা পাতা
রাতের নিশুতি কুয়াশা।
ঝড় উঠেছে ঝড়!
মেঘেরা আজ বদলা নেবে,
টেনে হীচ্রে বের করবে যত ময়লা আছে।
সব একাকার করে দেবে।
কেউ রেহাই পাবেনা।
মুখোশ তো অনেক পড়লে,
এবার ছাড় পাবেনা।