সার হলো চেঁচামেচি,ঢাকঢোল পেটানো
রাজা শুধু ঘুম দেয়,দরজাটা আঁটানো।
দিন রাত ডাকাডাকি,ফল কিছু হয়না
মাথা কুটে মরে যাও,রাজা সাড়া দেয়না।
চোখ কান বুজে ঘুম,রসাতলে প্রজা যাক
মেপে জুপে উচুঁ করে কোষাগার ভরা থাক।
গরিবের কান্না,কৃষকের হাহাকার
কানে কিছু ঢোকেনাকো,মিছিমিছি চিৎকার।
তুলো পাতা বিছানা,রাজা তাতে বিছিয়ে
কোনমতে নড়েনাকো!এত ডাকি চেঁচিয়ে!
আমি ডাকি,তুমি ডাকি,সবমিলে ডেকে যাই
এত বলি ওঠো প্রভু,তবু কোন হুঁশ নাই।
আঁটোসাঁটো পরিপাটি,মাথা গোঁজা বালিশে
আয়েশের ঘুম কিগো ভাঙ্গে কভু নলিশে?
মরুগ্গে লোকজন,রাজকাজ তোলা থাক
আয়েশের ঘুম বটে,সেটা আগে হয়ে যাক।
কাঁচা ঘুম যদি ভাঙ্গে,রাজা জেগে উঠবে
রাগ তার কাকে বলে সবে তবে বুজবে।
তবু মোরা ফিচকেল,ডাকাডাকি করে যাই
ঘুমে কাদা।শুনবেনা; তবু মোরা বলে যাই।
রাজার ঘুমযে দামী, পেয়াদারা বলে তাই,
ভয়ে তারা থরহরি,যদি রাজা উঠে যায়।
রাজা ঘুম দামী বটে,আমরাও মানচি
আধপেটা খেয়ে তাই,আমরাও বাঁচ্চি।
কোনমতে রাজা যদি একবার ওঠে ভাই
শোনে যদি সব কথা,আমরাও বেঁচে যায়।
ওরে রাজা, কানকাটা,একবার ওঠ না,
পড়ে থাকা কাজগুলো মন দিয়ে কর না।
নইলেতে খেপে গিয়ে টেনে তুলে নামাব
তেল মাখা বাঁশ দিয়ে দিনরাত পেটাব।
কত ধানে চাল কত তবে রাজা বুজবে
জম্মের মত ঘুম,চোখ থেকে ঘুচবে।