কালের আবর্তে ডুবে গিয়েও কথা ছিল ফিরে আসার
দিন আর রাত একের পর এক অপেক্ষায় কেটে গেছিল,
কথা ছিল হিসেব নিকেশ সব পরিপূর্ণ বুঝিয়ে দেবার
বুকের পাঁজরে অবুঝ হৃদপিন্ড উৎসুক হয়ে দিন গুনেছিল।
বৈশাখ কেটেছে ফাল্গুনের বসন্তের মাদকতার আশায়
কালবৈশাখীর দামাল ঝড় সামলে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকারে,
দুর থেকে দেখা দেওয়া অমাবশ্যার চাঁদের অলৌকিক নেশায়
ভৈরবীর সুর ডাক দিয়েছে ইমন কোমলের অভিসারে।
বিশ্বাসের তারা গুলো খসে পড়ছে ধীরে ধীরে একা
অঙ্গুলে অঙ্গুল স্পর্শের অনভূতি আর দোলা দেয়না মনে
কোনো এক নিশুতি রাতে হয়তো নিঃশব্দে ঘুরে দেখা
ভাঙ্গা টুকরোগুলো সময় চুপিচুপি জোড়া দিচ্ছে ক্ষণে ক্ষণে।।