মেঘমল্লার হীমের পরশ
জীবনের কোলাহল।
আশাহত বুকে চেতনার তির
স্খলিত দলিত উঁচু গম্ভীর,
হারানো চাদর,হারানো আরাম
নেশাতুর চোখে ক্ষণেক বিরাম।
জীবন হারিয়েছে মানে তার
মৃত্যু কে নিয়ে সংসার।
আজ কোনো চাহিদা নেই
মৃত্যু কে খোঁজা সেই।
ফিরবেনা জানি কোনোদিন
তবু ছুটে ছুটে যাওয়া।
মৃত্যু অপেক্ষা বসে থাকা আজ
একটু শান্তি পাওয়া।