সময়ের ঘূর্ণাবর্তে অগোছালো সুখ
বিরহী বেহাগের কলতান,
সুখে থাকার মিথ্যে অভিনয়
কিসের যেন অপেক্ষায় দিন গোনা।
তোমার আত্মা,তোমার অস্তিত্ব,তোমার শরীর
সব আজ বড় ক্লান্ত।
একটু একটু করে মৃত্যুর দিকে পা বাড়ালো তোমার চেতনা,
তোমার ভালোবাসা বড় একঘেয়ে,
নাম না জানা শক্তির টান বেড়েই চলেছে।
ঘন অন্ধকার আরো গাঢ় হচ্ছে প্রতি মুহূর্তে,
সমাজ, সংসার, তুমি আমি সব যেন মূল্যহীন;
অস্তেপৃষ্ঠে জড়িয়ে ধরছে সেই মিঠে বেদনা
তুমি হাত বাড়িয়ে আছো...আলিঙ্গনের অপেক্ষায়।