বন হরিণের চোখে ভাসে মেঘ
অন্তরীণ বুকে দাবানল বৃষ্টি,
মরু প্রান্তর ধরে হেঁটে চলা পথিক।
অগোছালো নির্ঝর মেঘকন্যা..
আদরে সোহাগে ভরা অম্লান হাসি..
উড়ো চিঠি, ভেজা ঘাসের আন্দুল।
পিঠোপিঠি বেহিসাবি আকাশের ঘ্রাণ
রোদ ঝলমলে মুক্তকণা স্মৃতি।
বিহঙ্গ হীন অপরূপ অজাচর
হিমাদ্রী আজ ও দাঁড়িয়ে অমর।